আপডেট : ১৩ April ২০১৮
আইসিটি ফরেনসিক ল্যাব চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এ ল্যাবটি স্থাপন করা হয়েছে। গত বুধবার এ ল্যাব উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটি (সিসিএ) কার্যালয়ে ‘পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার’ (পিকেআই) সিস্টেমের মানোন্নয়ন এবং সিসিএ কার্যালয়ের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় এই ফরেনসিক ল্যাবটি স্থাপন করা হয়েছে। এ ল্যাবে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ নেটওয়ার্ক অ্যানালাইসিস করার অত্যাধুনিক সফটওয়্যার ও যন্ত্রপাতি রয়েছে। ল্যাবে স্থাপিত প্রযুক্তি ব্যবহার করে দেশে সংগঠিত সাইবার অপরাধ ও অপরাধী শনাক্ত করা সম্ভব হবে বলেও জানায় আইসিটি বিভাগ। উল্লেখ্য, দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফরেনসিক ল্যাবের বাইরে এটিই প্রথম কোনো ডিজিটাল ফরেনসিক ল্যাব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১