আপডেট : ১২ April ২০১৮
এই নিয়ে টানা তৃতীয়বারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বস কাজী মোহাম্মদ সালাউদ্দিন। যদিও ঢাকায় অনুষ্ঠিত সাফের কংগ্রেস ও নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার সালাউদ্দিন ছিলেন একক প্রার্থী। ২০০৯ সালের অক্টোবর থেকে তিনি সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এর আগে সালাউদ্দিন তৃতীয়বারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৭ সালে সাফ প্রতিষ্ঠার পর এ সংগঠনের প্রথম সভাপতি ছিলেন ভারতের পি পি লক্ষণমানান। তিনি ২০০১ পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর থেকে ২০০৯ পর্যন্ত সাফের সভাপতির দায়িত্ব পালন করেন নেপালের সাবেক ফুটবল তারকা গণেশ থাপা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১