বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০১৮

সাকিব-মোস্তাফিজ লড়াই হবে তো!


লড়াইটা মুম্বাইয়ের সঙ্গে হায়দরাবাদের। কিন্তু বাংলাদেশের জনগণের কাছে লড়াইটা হচ্ছে সাকিব বনাম মোস্তাফিজের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) একাদশ আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। নিজেদের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের জন্য অধীর আগ্রহ নিয়ে টিভির সামনে বসবেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। কিন্তু তাদের মনে উঁকি দিচ্ছে ছোট্ট একটি প্রশ্ন। হায়দরাবাদের একাদশে সাকিব থাকলেও মুম্বাইয়ের একাদশে মোস্তাফিজ থাকবেন তো?

এর কারণ প্রথম ম্যাচের পারফরম্যান্স। পুরনো দলের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে হচ্ছে মোস্তাফিজকে। ২০১৬ সালে প্রথমবার আইপিএলে খেলার সুযোগ পান মোস্তাফিজ। সেবার মাত্র ৫০ হাজার রুপিতে তাকে দলে নিয়েছিল সানরাইজার্স। সেবার অরেঞ্জ আর্মিদের শিরোপা জয়ে বড় অবদান রাখেন কাটার মাস্টার। আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি ক্রিকেটার হিসেবে জিতে নেন উদীয়মান তরুণ ক্রিকেটারের পুরস্কার। কিন্তু পরের মৌসুমে মাত্র ৪ ম্যাচ খেলার সুযোগ পান তিনি। কিন্তু এবার তাকে ছেড়ে দেয় হায়দরাবাদ। ফলে নিলামে তাকে দলে ভেড়ায় মুম্বাই।

সাকিবের অবস্থা অনেকটা একই ধরনের। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে অভিষেক হয় সাকিব আল হাসানের। এরপর টানা সাত বছর দলটিকে সার্ভিস দিয়েছেন তিনি। কলকাতার দু’বারের শিরোপা জয়ে বড় অবদানও রাখেন। কিন্তু এ বছর বিশ্বসেরা অলরাউন্ডারকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। এবারের নিলামে দুই কোটি রুপিতে তাকে দলে নেয় হায়দরাবাদ। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে কমলা জার্সিতে প্রথমবারের মতো নেমে নজর কাড়েন সাকিব। ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে দুই উইকেট নেন সাকিব। এর ফলে নির্ধারিত ওভারে রাজস্থান ১২৫/৯ রান করে। কিন্তু শেখর ধাওয়ান (৭৮*) ও অধিনায়ক কেন উইলিয়ামসনের (৩৬*) ব্যাটিংয়ে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সানরাইজার্স। বড় কোনো দুর্ঘটনা না ঘটলে পরের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে সাকিব খেলবেন এটা অনেকটা নিশ্চিত।

এদিকে, একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ওভারের নাটকীয়তায় ১ উইকেটে হেরে যায় মোস্তাফিজের মুম্বাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৬৫ রান করে মুম্বাই। জবাবে বোলিংয়ে শুরুটা ভালোই করে রোহিত শর্মার দল। ইনিংসে ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভারে জাদেজাকে আউট করেন মোস্তাফিজ। ওই ম্যাচে এই একটি উইকেটই শিকার করেছিলেন কাটার মাস্টার। ইনিংসে শেষ ওভারে জয়ের জন্য ৭ রান দরকার ছিল চেন্নাইয়ের। হাতে ১ উইকেট। বোলিংয়ে মোস্তাফিজ। প্রথম ৩ বল ডট দিলেও চতুর্থ বলে ছক্কা হাঁকান ইনজুরি আক্রান্ত কেদার যাদব। আর পরের বলে বাউন্ডারি মেরে ম্যাচ জেতান যাদব। ৩.৫ ওভারে ৩৯ রান খরচায় এক উইকেট শিকার করেন বাঁ-হাতি এই বোলার। এমন পারফরম্যান্সের পর সানরাইজার্সের বিপক্ষে মোস্তাফিজ একাদশে থাকবেন কি না প্রশ্ন জেগেছে ভক্তদের মনে। যদিও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাটার মাস্টারের পক্ষে সাফাই গেয়েছেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। এদিকে, ইনজুরির কারণে মুম্বাইয়ের স্কোয়াড থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। সুতরাং ধরে নেওয়া যায় হায়দরাবাদের বিপক্ষের ম্যাচেও একাদশে থাকতে পারেন মোস্তাফিজ। যদি তাই হয়, তাহলে বিদেশের মাটিতে সাকিব-মোস্তাফিজের লড়াইটা বেশ উপভোগ্য হবে টাইগার সমর্থকদের জন্য।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১