বাংলাদেশের খবর

আপডেট : ১২ April ২০১৮

নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে

৪৪০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

·        বোর্ড সভায় ঋণপ্রস্তাব অনুমোদন


প্রান্তিক জনগোষ্ঠীর নবায়নযোগ্য জ্বালানি সুবিধা নিশ্চিত করতে নেওয়া প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়ন করবে সরকার। এ লক্ষ্যে ৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৪০ কোটি টাকা। এ বিষয়ে একটি ঋণপ্রস্তাব বিশ্বব্যাংকের সদর দফতর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত সংস্থার বোর্ড সভায় অনুমোদন পেয়েছে। বুধবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় রুরাল ইলেকট্রিফিকেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির অধীনে এক হাজার সৌর সেচ পাম্প, ৩০টি ছোট সৌর গ্রিড ও ৪ লাখ বিশেষ রান্নার চুলা স্থাপন করা হবে। এ প্রকল্পের সুবিধা পাবে প্রায় ১০ লাখ মানুষ। এই উদ্যোগের সুবাদে বাতাসে কার্বনের পরিমাণ কমে আসবে বলে দাবি করেছে সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, মূল প্রকল্পের আওতায় ইতোমধ্যেই দরিদ্র এলাকায় ১০টি ছোট সৌর গ্রিড তৈরি করা হয়েছে। জাতীয় গ্রিডের বিদ্যুতের মতোই এ বিদ্যুৎ ব্যবহার করা যায়। ২৮ হাজার ঘরবাড়ি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ব্যবসাপ্রতিষ্ঠান এ প্রকল্পের সুবিধা পেয়েছে। প্রকল্পটির বাস্তবায়ন শেষ হলে ডিজেল আমদানি বাবদ সরকারের ব্যয় কমে আসবে বলেও তিনি দাবি করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সহজ শর্তে ঋণ দানে বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) তহবিল থেকে এ ঋণ দেওয়া হচ্ছে। ছয় বছরের রেয়াতকালসহ মোট ৩৮ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। বিনা সুদের এ ঋণে রেয়াতকাল পরবর্তী সময়ে উত্তোলিত অর্থের শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।

বিশ্বব্যাংক আরো জানিয়েছে, বায়ুদূষণে বছরে হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। নারী ও শিশুদের ক্ষেত্রে বায়ুদূষণে মৃত্যুর হার তুলনামূলক বেশি। এ অবস্থায় সৌরচালিত বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বায়ুদূষণ রোধে ভূমিকা রাখতে প্রকল্পটিতে অর্থায়ন করবে বিশ্বব্যাংক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১