আপডেট : ১২ April ২০১৮
রাজধানীর ফার্মগেটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রুনি আক্তারের ডান পায়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার পা রক্ষা পেয়েছে বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। তবে তার এ ব্যয়বহুল চিকিৎসায় প্রাথমিক পর্যায়েই লাগবে তিন লাখ টাকা। র্যাংগস প্রপার্টিজের অভ্যর্থনাকারী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ২৮ বছর বয়সী রুনির অস্ত্রোপচার করা হয়েছে রাজধানীর বেসরকারি ইবনে সিনা হসপিটালে। বুধবার রাত নয়টায় তার অস্ত্রোপচার করেন অধ্যাপক ইদ্রিস আলী। চিকিৎসকের বরাত দিয়ে রুনির সহকর্মী আহমদ আলী বলেন, ‘রুনির পায়ের আঘাত গুরুতর। তার পায়ের মাংসসহ চামড়া ছিঁড়ে গেছে। তিন ঘণ্টা ধরে তার অস্ত্রোপচার হয়। তার পা রক্ষা পেয়েছে। তিনি এখন আইসিইউতে আছেন। তার জ্ঞান ফিরেছে। তবে তার সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।’ রুনির সহকর্মী আহমদ আলী বলেন, রুনির চিকিৎসা বেশ ব্যয়বহুল। চিকিৎসকেরা জানিয়েছেন প্রাথমিক পর্যায়ে তিন লাখ টাকা প্রয়োজন। অফিসের সহকর্মীরা মিলে কিছু টাকা জোগাড় করে খরচ চালানো হচ্ছে। বুধবার সকাল নয়টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রুনি। এতে তার ডান পায়ের হাঁটুসংলগ্ন স্থান ক্ষতবিক্ষত এবং ওই স্থান থেকে মাংস ছিঁড়ে যায়। প্রথমে রুনিকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে তার স্বজনেরা ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১