আপডেট : ১২ April ২০১৮
মিয়ানমারের রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করতে গতকাল বুধবার অস্বীকৃতি জানিয়েছে দেশটির একটি আদালত। রোহিঙ্গা সঙ্কট নিয়ে প্রতিবেদন তৈরি করার সময় তারা গ্রেফতার হন বলে রয়টার্স জানিয়েছে। মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে জনাকীর্ণ একটি আদালতকক্ষে বিচারক বলেন, আসামিদের মুক্তির ব্যাপারে করা তাদের আইনজীবীদের আবেদন খারিজের সিদ্ধান্ত নিয়েছে আদালত। গত বছরের সেপ্টেম্বরে রাখাইন রাজ্যের ইনদিন গ্রামে দশজন রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয় এবং একসঙ্গে মাটিচাপা দেওয়া হয়। এই তথ্য উদঘাটন করেছিলেন বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক, যাদেরকে পরে গ্রেফতার করে দেশটির পুলিশ। ইতোমধ্যে এ মামলায় অভিযুক্ত সাত সেনা সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১