বাংলাদেশের খবর

আপডেট : ১১ April ২০১৮

হ্যাকিংয়ের শিকার ‘ডেসপাসিতো’


লুইস ফনসির জনপ্রিয় গান ডেসপাসিতোর মিউজিক ভিডিও হ্যাক হয়েছে। বর্তমানে এটি ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও। এখন পর্যন্ত প্রায় ৫ কোটিবারের বেশি ভিডিওটি দেখা হয়েছিল।

শুধু লুইস ফনসিই নয়, হ্যাকিংয়ের শিকার হয়েছেন শাকিরা, সেলেনা গোমেজ, ড্রেক এবং টেলর সুইফটও।

হ্যাকাররা ভিডিওটির কাভার ছবি পরিবর্তন করে তাতে জুড়ে দিয়েছেন স্প্যানিশ টিভি সিরিজ মানি হেইস্টের একটি দৃশ্যের ছবি। পরবর্তী সময়ে ভিডিওটি অপসারণ করা হয়।

হ্যাকাররা নিজেদের পরিচয় দিয়েছেন প্রসোক্স অ্যান্ড কুরোইশ নামে। তারা ভিডিওর নিচে লিখে দিয়েছেন ‘ফ্রি প্যালেস্টাইন’।

এ ঘটনার পর হ্যাকারদের একজন এক টুইটার পোস্টে জানিয়েছেন, নিছকই মজা করার জন্য হ্যাক করেছেন তারা। এজন্য একটি স্ক্রিপ্ট ব্যবহারের কথাও জানানো হয়েছে এ টুইটে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১