আপডেট : ১১ April ২০১৮
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনে যোগ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ক্লাস বর্জন করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। তাদের এই অবরোধের কারণে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোটা সংস্কারের দাবি এবং সরকারের দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ‘পুলিশ ও ছাত্রলীগের হামলার’ প্রতিবাদে জাবির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। মঙ্গলবার রাতের ঘোষণা অনুযায়ী বুধবার ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে কয়েক হাজার আন্দোলনকারী। সকাল ১০টায় সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যান। সকাল সাড়ে ১০টায় তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছেন। এ প্রসঙ্গে প্রক্টর সিকদার মো.জুলকারনাইন বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাদের রাস্তা থেকে ক্যাম্পাস ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের ভায়োলেন্ট না হতে বলা হয়েছে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১