বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০১৮

আন্দোলনকারীদের বৈঠকে ডেকেছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফাইল ছবি


সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা জানিয়েছেন, তারা আলোচনায় বসতে প্রস্তুত আছেন। তাদের ওই ঘোষণাকে স্বাগত জানিয়ে আন্দোলনকারীদের বৈঠকে ডেকেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনরত ২০ জনকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সোমবার বেলা আড়াইটার দিকে আলোচনার জন্য যেতে বলেছেন তিনি।

আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক রাতেই জানিয়েছিলেন, সরকারের প্রতিনিধি হিসেবে ওবায়দুল কাদেরকে আলোচনা করার দায়িত্ব দেওয়া । 

আওয়ামী লীগের দফতর থেকে জানানো হয়েছে, ওবায়দুল কাদের আন্দোলনরত ২০ জনকে ডেকেছেন আলোচনা করার জন্য।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১