বাংলাদেশের খবর

আপডেট : ০৯ April ২০১৮

ইবিতে চতুর্থ আইটি উৎসব


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে চতুর্থ আইটি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের (এসএআইসিই) উদ্যোগে এই উৎসব শুরু হয়। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে একটি প্রতিযোগিতার আয়োজন করে তারা।

বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি তারেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন।

এসএআইসিইর প্রোগ্রামিং ক্লাবের অন্তর্ভুক্ত গণিত ও প্রোগ্রামিং বিষয়ে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনলাইন প্রতিযোগিতায় বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

উল্লেখ্য, এসএআইসিইর দুটি শাখা ইনোভেশন ক্লাব ও প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে গণিত ও প্রোগ্রামিং বিষয়ে সপ্তাহে দুই দিন ওয়ার্কশপ হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১