আপডেট : ০৯ April ২০১৮
ডেস্কটপে ইমোজির ব্যবহার আরো সহজ করতে শর্টকাট অপশন যুক্ত করেছে ক্রোম। পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে ডেভেলপারদের জন্য তৈরি করা ক্রোমের বিশেষ সংস্করণ ক্রোম ক্যানারিতে। ক্যানারির সর্বশেষ সংস্করণে ফিচারটি পাওয়া যাবে। তবে chrome://flags অপশন থেকে ফিচারটি চালু করে নেওয়া যাবে বলে জানিয়েছে গুগলবিষয়ক ওয়েবসাইট ৯টু৫গুগল। ওয়েবসাইটটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোম ব্রাউজারে কোনো টেক্সট ফিল্ডে রাইট ক্লিক করলে মেন্যুতে ইমোজি অপশন পাওয়া যাবে। তবে কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি গুগল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১