আপডেট : ০৭ April ২০১৮
সমুদ্রপথ ব্যবহার করে আজমল কাসাবরা যেভাবে মুম্বাইয়ে হামলা করেছিল, ঠিক সেই কায়দায় গোয়ায় ঢুকে পড়তে পারে পাকিস্তানের জঙ্গি বাহিনী। গোয়ার সমুদ্র সৈকতের ক্যাসিনো কিংবা পর্যটকদের প্রমোদ ভ্রমণের জন্য যে জলযানগুলো রয়েছে, সেগুলোকে তারা টার্গেট করতে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে। গোয়ার পর্যটন মন্ত্রী জয়েশ সালগাঁওকার জানিয়েছেন, গোয়েন্দা সূত্র থেকে খবর পাওয়া মাত্র উপকূলরক্ষী বাহিনী তাদের সতর্ক করেছে। তবে তাঁর দাবি—শুধু গোয়া নয়, দেশের পশ্চিমাংশের সমস্ত উপকূলকেই সতর্ক থাকতে বলা হয়েছে। এই সতর্কবার্তা কিন্তু উস্কে দিয়েছে ২০০৮ সালের ২৬ নভেম্বরের স্মৃতি। মুম্বাইয়ে হামলার জন্য কাসাবরা ছিনতাই করেছিল ভারতীয় মত্সজীবীদের ট্রলার। এবারও গোয়েন্দা সূত্র থেকে যে খবর মিলেছে, তাতে কাসাবদের দেখানো ছকেই নাকি হামলার চেষ্টা চলছে। সালগাঁওকার জানিয়েছেন, ‘সম্প্রতি ভারতীয় মত্সজীবীদের একটি ট্রলার আটক করার পর তা ছেড়ে দেয় পাক প্রশাসন। খুব সম্ভবত পাক জঙ্গিরা সেই ট্রলার ছিনতাই করেছে।’ সেই ট্রলারে থাকা জঙ্গির সংখ্যা কিংবা তাদের হাতে থাকা অস্ত্র সম্পর্কে কিছু না জানা গেলেও, রাতের ঘুম ছুটে গিয়েছে গোয়া প্রশাসনের। সৈকতের রেস্তরাঁ, ক্যাসিনো কিংবা হোটেলগুলোকে সতর্ক করার পাশাপাশি বলা হয়েছে, সন্দেহজনক কাউকে দেখলেই পুলিশকে খবর দিতে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১