আপডেট : ০৬ April ২০১৮
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। এই রায়কে ঐতিহাসিক ঘটনা বলে মনে করছেন সিউল কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার পার্কের এই রায় ‘জনস্বার্থের জন্য গুরুত্বপূর্ণ’ বিবেচনা করে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। টেলিভিশনে প্রচারের উদ্দেশ্য ছিল যাতে মানুষ বুঝতে পারে দুর্নীতি করলে তার ফল ভোগ করতে হবে। রায়ে আদালত বলেছে, পুরনো বান্ধবী চই সুন-সিলের সঙ্গে যোগসাজশে পার্ক স্যামসাং ও লোটের মত কোম্পানিকে অবৈধ সুবিধা দিয়ে ৭৭.৪ বিলিয়ন উয়ন নিয়েছেন এবং ওই অর্থে চইয়ের নামে দুটি দাতব্য সংস্থা গড়ে তুলেছেন বলে প্রমাণিত হয়েছে। বিচারক কিম সে উন তার পর্যবেক্ষণে বলেন, আসামি পার্ক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানিতে ওই দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দিতে বাধ্য করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১