বাংলাদেশের খবর

আপডেট : ০৫ April ২০১৮

ইসলামের নামে জঙ্গিবাদ বরদাস্ত করা হবে না : প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি জেলা-উপজেলায় মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নয়টি স্থানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি


ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বৃহস্পতিবার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের সময় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে দেবে না বর্তমান সরকার। 

‘আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। তাই দেশটাকে আমাদের সবাই মিলে গড়ে তুলতে হবে। বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব। উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করব। 

প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে এই নয়টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১