আপডেট : ০৫ April ২০১৮
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে সন্ত্রাসী ও জঙ্গি তালিকায় অন্তর্ভূক্ত করেছে। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ১৯৯৩ সালে মুম্বাই শহরে বোমা হামলাসহ চাঁদাবাজি এবং ক্রিকেট খেলায় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও রয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের দেওয়া ওই তালিকায় পাকিস্তানের আরও ১৩৯ জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হয় পাকিস্তানের অভ্যন্তরে বাস করছে অথবা বাইরের সেইসব সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে যারা পাকিস্তানের ভূমি ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনার জন্য। তালিকাটি অনুযায়ী দাউদ ইব্রাহিমের একাধিক পাকিস্তানী পাসপোর্ট রয়েছে, যেগুলো করা হয়েছিল করাচি এবং রাওয়ালপিন্ডি থেকে। এছাড়া পাকিস্তানের পাহাড়ি অঞ্চল নোরাবাদে দাউদের রাজকীয় প্রাসাদও রয়েছে। ৬২ বছর বয়সী এই কুখ্যাত মাফিয়া ডনের পাকিস্তান ছাড়াও যুক্তরাজ্যের মিডল্যান্ড এবং সাউথ ইস্টসহ ভারত, সংযুক্ত আরব-আমিরাত, স্পেন, মরোক্ক, তুরস্ক, সাইপ্রাস এবং অস্ট্রেলিয়ায় বিশাল সম্পত্তি রয়েছে। ইন্টারপোলের রেড নোটিশ পাওয়া দাউদ ইব্রাহিম পাকিস্তানের অভ্যন্তরেই লুকিয়ে আছে বলে ধারণা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১