বাংলাদেশের খবর

আপডেট : ০৩ April ২০১৮

সাভারে বাকপ্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ


সাভারে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে। সোমবার সাভারের ভাকুর্তার চাইরা গুদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, চাইরা গুদারাঘাট এলাকার ২০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী তরুণীকে সোমবার রাতে একটি নির্জন স্থানে ধর্ষণ করে স্থানীয় চার যুবক। পরে ওই তরুণী বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের ইশারায় জানান। এরপর সাভার মডেল থানায় যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুস্তম নামের এক যুবককে আটক করে। 

ওই তরুণীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আটক রুস্তমকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১