আপডেট : ০৩ April ২০১৮
বাংলা উচ্চারণের সাথে সঙ্গতি রেখে দেশের পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার । প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর এডমিনিস্ট্রেটিভ রিফর্মের (নিকার) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। নিকারের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। নিকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্দর নগরী Chittagong-এর বানান হবে Chattogram, Comilla-এর বানান হবে Cumilla, Barisal-এর বানান হবে Barishal, Jessore-এর বানান হবে Jashore এবং Bogra-এর বানান হবে Bogura । মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সোমবার বিকেলে সচিবালয় সাংবাদিকদের নিকারের বৈঠকের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও বলেন, নিকার ময়মনসিংহ পৌরসভাকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রূপান্তরের একটি প্রস্তাবও অনুমোদন করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১