বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০১৮

মির্জা ফখরুলের শারিরিক অবস্থার উন্নতি


শারিরিক অবস্থার উন্নতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। অসুস্থবোধ করায় সোমবার সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ভর্তির নির্দেশ দেন। এরপরই তাকে সিসিইউতে নেওয়া হয়। বিকাল সাড়ে ৪টায় বিএনপি মহাসচিবকে কেবিনে আনা হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘স্যারের অবস্থা স্টেবল। তিনি সুস্থ আছেন। তাকে কেবিন নিয়ে আসা হয়েছে। আশা করা যায়, মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন।’ সকালে উত্তরার বাসায় বুকে ব্যথা অনুভব করায় বিএনপি মহাসচিবকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন উজ্জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসাধীন চলছে।

তাকে দেখতে হাসপাতালে যান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতউল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ।

মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম ও ছোট ভাই মির্জা ফয়সল আমীন হাসপাতালে তার পাশে রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১