আপডেট : ০২ April ২০১৮
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিবিসি জানায়, রোববারের এ ঘটনায় আরো ৭০ জন আহত হয়েছেন। তবে, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভি জানিয়েছে, রোববার ভোর রাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। অভিযান চলাকালে ভারতীয় সেনাবাহিনীর তিন সৈন্য নিহত ও আরো চার জন আহত হয়েছেন। দক্ষিণ কাশ্মিরের শোপিয়ান ও অনন্তনাগ জেলায় চালানো ওই অভিযান চালানো হয়। অন্যদিকে, সসস্ত্র অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় বেসামরিক বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশের গুলিতে চার বিক্ষোভকারী নিহত হন। দু’পক্ষের সংঘাতে আরো অন্তত ৬০-৬৫ জন আহত হন। আহতদের শোপিয়ানের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অশান্ত কাশ্মিরে একদিনে এটিই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১