আপডেট : ০১ April ২০১৮
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর নগরীতে শনিবার রাতে চারতলা বিশিষ্ট একটি হোটেল ধসে নয় জন মারা গেছে। স্থানীয় পত্রিকা দ্য এশিয়ান এইজ এ কথা জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দশ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আরো বেশ কয়েকজন হোটেলটির ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এখন পর্যন্ত এই ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি। ইন্দোর পৌরসভার মেয়র মালিনি গাউর বলেন, ‘ধসে পড়া হোটেলটির ধ্বংসস্তুপের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। উদ্ধার অভিযান চলছে। ঠিক কতজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে, তা এই মুহূর্তে আমি বলতে পারছি না।’ দমকল ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এই ঘটনার কারণ জানা যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১