আপডেট : ০১ April ২০১৮
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি বাস খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় শনিবার রাত আড়াইটার দিকে মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভরদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের বাসটি বিশ্বম্ভরদী এলাকা দিয়ে যাওয়ার সময় ওই দূর্ঘটনা বলে পুলিশ সূত্রে জানা গেছে । বাসটি একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় বলে জানিয়েছে প্রতক্ষদর্শীরা। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পরে ২৮ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ পাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দীপন বিশ্বাস নামে ২৮ বছর বয়সী এক যুবকসহ দুইজন হাসপাতালে মারা যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। নিহত দীপন বরিশাল আগৈলঝাড়ার মাখন বিশ্বাসের ছেলে। এসআই মহিদুল জানান, নিহত বাকি ছয়জনের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। তাদের মধ্যে ওই বাসের সুপারভাইজার অসীম মাঝি (৩৫) ও হাসান মিয়া (২৫) নামে এক যাত্রীর পরিচয় জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১