আপডেট : ৩১ March ২০১৮
সিরিয়া ‘পুনরুদ্ধার প্রচেষ্টার’ জন্য নির্ধারিত ২০ কোটি মার্কিন ডলারের তহবিল আটকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার নিউইয়র্ক ভিত্তিক প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালে একথা বলা হয়। এএফপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুব শিগগিরই’ সিরিয়া সংকট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার যে ঘোষণা দিয়েছেন তার একদিন পরই এই নির্দেশ এলো। যে কারণে, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে হাত গুটিয়ে নেয়ার আরেকটি ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। কর্মকর্তারা বলেন, ট্রাম্প কয়েক সপ্তাহ ধরেই সিরিয়ার পূর্বাঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ অথবা মধ্য মেয়াদী প্রতিশ্রুতি থেকে সরে আসার পরিকল্পনা করছেন। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, সিরিয়া পুনরুদ্ধার প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্র অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে এমন একটি খবর প্রকাশিত হওয়ার পর ট্রাম্প তহবিলটি রদ করলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১