আপডেট : ৩০ March ২০১৮
গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনের সাত জন নিহত হয়েছেন। এর মধ্যে একজন কৃষক রয়েছেন। শুক্রবার সেখানে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের একদিন আগে এ হামলা চালানো হলো। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ খবর জানিয়েছে এএফপি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের কাছে ইসরাইলি বাহিনীর কামানের গোলার আঘাতে সাত জন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ বছর বয়সী নিহত ওই কৃষকের নাম ওমর সামৌর। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার শিকার হওয়ার সময় তিনি সীমান্তের কাছে তার জমিতে কাজ করছিলেন। তবে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ হামলার খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। আগামী মে মাসে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের নতুন দূতাবাস উদ্বোধন ঘোষণার প্রতিবাদে ছয় সপ্তাহের ব্যাপক বিক্ষোভ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এ হামলা চালানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১