আপডেট : ২৯ March ২০১৮
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়িয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। গ্রীষ্মকালীন শিডিউলে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর রুটে একটি করে ফ্লাইট যুক্ত হচ্ছে। এছাড়া ১ এপ্রিল থেকে রাজশাহী রুটে প্রতিদিন যাত্রী পরিবহন শুরু করবে কোম্পানিটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যাত্রী চাহিদার কারণে নভোএয়ার ১ এপ্রিল থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ছয়টি, কক্সবাজার ও সৈয়দপুর রুটে চারটি করে ফ্লাইট পরিচালনা করবে। এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে যশোরে তিনটি, সিলেট ও কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।
নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫০০, কক্সবাজারে ৩৯০০, সৈয়দপুরে ২৭০০, যশোরে ২৭০০, সিলেটে ২৭০০ ও কলকাতায় (দ্বিমুখী) ৯৯৯৯ টাকায় যাত্রী পরিবহন করছে। এছাড়া রাজশাহী রুটে সর্বনিম্ন একমুখী ভাড়া ২৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১