বাংলাদেশের খবর

আপডেট : ২৭ March ২০১৮

মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ তুরস্ক- ইইউ


মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সোমবার জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে তাদের বৈঠকে সম্পর্ক উন্নয়ন কিংবা কোন ধরণের সমঝোতা হয়নি। বুলগেরিয়ায় ইইউ’র প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপীয় কমিশনের প্রধান জেঁ-ক্লদ জাংকারের সঙ্গে এরদোগানের এক ভোজসভা অনুষ্ঠিত হয়। ভোজসভার আলোচনায় বিরোধপূর্ণ ইস্যুগুলোর ব্যাপারে উভয় পক্ষই অনড় থাকলে কোন প্রকার সমঝোতা ছাড়াই বৈঠকটি শেষ হয়।

এএফপি জানায়, বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ২০১৬ সালে তুরস্কে এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর বিরোধীদের ওপর সরকারের দমনপীড়ন, সাংবাদিক গ্রেফতার, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে তুর্কি সেনাবাহিনীর অভিযান ও ইউরোপে শরণার্থীদের স্রোত ঠেকাতে আঙ্কারার সঙ্গে করা চুক্তির বিষয়গুলো স্থান পায়।

বৈঠকে দু’পক্ষের মধ্যকার সমঝোতা না হওয়ার বিষয়টি ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের যোগ দেয়ার বিষয়টিকে আরো কঠিন ও জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কৃষ্ণ সাগর উপকূলীয় নগরী ভারনায় এই বৈঠক থেকে বড় ধরনের অর্জনের আশা করা হচ্ছিল।

বৈঠকের পর এক যৌথ সংবাদ টাস্ক জানান, ‘আমরা আজ বড় ধরনের সমঝোতা অর্জন করতে পারিনি সত্যি, তবে আমি আশা করি ভবিষ্যত তা সম্ভব হবে।’ টাস্ক বলেন, সিরিয়া ইস্যুর পাশাপাশি তুরস্কে আইনের শাসন ও সংবাদপত্রের স্বাধীনতার উপরেই দু’পক্ষের সম্পর্ক উন্নয়নের বিষয়টি নির্ভর করছে।

কিন্তু এরদোগান এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি আমরা তুরস্ক-ইইউ সম্পর্কের কঠিন সময় পেছনে ফেলে এসেছি । আমরা সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের মতো ইস্যুুগুলোতে পারস্পারিক বিরোধ বা অযৌক্তিক সমালোচনা চাই না। এ ব্যাপারে আমরা সবার কাছ থেকে জোরালো সমর্থন আশা করি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১