আপডেট : ২৬ March ২০১৮
দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক অটোরিকশা দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। রাজ্যের রাজধানী হায়দারাবাদ থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে নিজামাবাদ এলাকার মেন্ডরায় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার এক পুলিশ কর্মকর্তা জানান, অটোরিকশাটিতে ১৪ জন যাত্রী ছিল। দ্রুত গতিতে যাওয়ার সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরো জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়। এদের মধ্যে চারজন নারী ও ছয়জন শিশু রয়েছে। আহত চারজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১