আপডেট : ২৫ March ২০১৮
ইকুয়েডরের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় শনিবার এক বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩৭ আহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে থাকে। গত সপ্তাহেও গয়াস প্রদেশে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত ও অপর ৫৪ আহত হয়।
দেশটির উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়, এ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হওয়ার কথা জানা গেছে। ইকুয়েডর ট্রাফিক কমিশন জানায়, স্থানীয় সময় বেলা ২টার দিকে জিপিজাপা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১