আপডেট : ২৪ March ২০১৮
নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। শনিবার সকালে বেসরকারি বিমান কোম্পানিটির ওই উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মালয়েশিয়া-কুয়ালালামপুরগামী ফ্লাইটটিতে ১৬৪ জন যাত্রী ছিল। বিমানবন্দরের একাধিক সূত্রে জানা গেছে, ত্রুটির কারণে এটি ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত উড়ার পর অবতরণ করে। ত্রুটি সারিয়ে বেলা ১১টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ফের ঢাকা ছেড়ে গেছে। নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বম্বার্ডিয়ার ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজটির মর্মান্তিক দুর্ঘটনার শোক এখনো কাটেনি। এয়ারলাইন্সটির ফ্লাইট ২১১ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ১২ মার্চ স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বিধ্বস্ত হয়। বম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ মডেলের উড়োজাহাজটিতে মোট ৭১ জন আরোহী ছিল। ওই দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়। ২০ জনকে জীবিত উদ্ধার হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১