বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০১৮

শাহজালালে বিমানের জরুরি অবতরণ


ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ মডেলের এই উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ১২টার পর ঢাকা থেকে সৈয়দপুরে যাচ্ছিল বিমানের ওই ফ্লাইট। উড়োজাহাজটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। উড়ার ১৫ মিনিট পর উড়োজাহাজটি বিমানবন্দরে ফিরে আসে। জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

এ ব্যাপারে বিমানের জনসংযোগ বিভাগ ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১