আপডেট : ১৫ March ২০১৮
ভারতীয় পেসার মোহাম্মদ শামীর স্ত্রী হাসিন জাহান নিরাপত্তা চেয়ে কলকাতা পুলিশের নিকট আবেদন করেছেন। সামাজিক মাধ্যমে অব্যাহত হুমকির মুখে তিনি এই আবেদন করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
এ প্রসঙ্গে হাসিন জাহান বলেন, “শামীর সঙ্গে আমার দুরত্ব জনসম্মুক্ষে প্রকাশ পাওয়ার পর থেকেই আমাকে সামাজিক মাধ্যমে নানা রকম হুমকি দেয়া হচ্ছে।”
এ বিষয়ে হাসিনের আইনজীবী জাকির হুসেইন জানান, “হাসিন পুলিশি নিরাপত্তা চেয়ে লালবাজারে অবস্থিত পুলিশ সদর দফতরে আবেদন করেছেন। এ ব্যাপারে তিনি মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীরও শরনাপন্ন হবেন। কারন তিনি আশা করেন একজন নারী হিসেবে তিনি মমতার সহানুভূতি পাবেন। যদি তিনি মূখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পুরো বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন তবে সন্তুষ্টবোধ করবেন।”
উল্লেখ্য হাসিন, শামী এবং তার পরিবারের বিরুদ্ধে তাকে শারিরিক-মানসিক নির্যাতন, হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন শামী। তিনি দাবী করেছেন যে, তার ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করতেই এসব ঝামেলা করছেন হাসিন। এক টিভি শো’তে তিনি হাসিনকে তার পরিবার এবং সন্তানদের কথা ভেবে এসব মিথ্যাচার বাদ দিয়ে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১