আপডেট : ১৫ March ২০১৮
যুক্তরাজ্যে অবস্থানরত রুশ ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়াকে বিষাক্ত গ্যাসের মাধ্যমে হত্যার ঘটনায় লন্ডন-মস্কো সম্পর্কে চরম টানাপোড়েন চলছে। ইতোমধ্যে ২৩ রুশ কূটনীতিককে বহিস্কারের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। বিবিসি জানিয়েছে, ৭ দিনের মধ্যে ওই কূটনীতিকদের যুক্তরাজ্য ত্যাগের নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে ওই ঘোষণাকে সমর্থন জানিয়েছে ওয়াশিংটন। অবস্থা যখন এতটাই উত্তপ্ত ঠিক তখনই যুক্তরাজ্যে অবস্থিত রাশিয়ান দূতাবাসের টুইটার অ্যাকাউন্ট থেকে উস্কানিমূলক পোস্ট করা হয়েছে বলে বিবিসি, গার্ডিয়ানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। সেখানে ওই পোস্টের লিংকও দেওয়া হয়েছে। ওই পোস্টের ছবিতে দেখা গেছে, একটি থার্মোমিটার, যাতে তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এর উপরে লেখা রয়েছে, “ব্রিটেন-রাশিয়া সম্পর্ক মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কিন্তু আমরা সম্পর্ককের এই শীতলতাকে ভয় পাই না।”
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১