আপডেট : ০৯ March ২০১৮
বরিশালের সদর উপজেলায় কীর্তনখোলা নদীতে বুধবার চরমোনাই দরবারের বার্ষিক ওয়াজ মাহফিলে যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশগুলো শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চরমোনাই লঞ্চঘাট–সংলগ্ন এলাকায় ভেসে ওঠে বলে পুলিশ জানিয়েছে। নিহতেরা হলেন, মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার পাচন খোলা এলাকার বাদশা ঢালি (৬৫), গাজীপুর সদর উপজেলার আবদুল মালেকের ছেলে ইফতেখার (৯), আমানউল্লাহ দেওয়ানের ছেলে শাহ আলী (২৮), একই জেলার ভবানীপুরের জাকির হোসেন দিলদার (৩০), ময়মনসিংহের মকবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও লক্ষ্মীপুরের হেদায়েত হোসেনের ছেলে আবদুল কুদ্দুস (২৪)। জেলা নৌবন্দর থানার ওসি বেল্লাল হোসেন বলেন, বুধবার সদর উপজেলার চরবাড়িয়া এলাকা থেকে যাত্রী নিয়ে ট্রলারটি চরমোনাইর উদ্দেশে ছেড়ে যায়। ঘাটে ভেড়ানোর আগে কীর্তনখোলা-১০ নামের একটি লঞ্চের পেছনে নোঙর করে আরো যাত্রী তোলার সময় ট্রলারটি কাত হয়ে যায়। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রলার দুর্ঘটনাকবলিত ট্রলারকে ধাক্কা দিলে তা ডুবে যায়। এতে বেশ কয়েকজন নিখোঁজ ছিলেন। বুধবার বরিশাল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বড় লঞ্চগুলো সরিয়ে উদ্ধার অভিযান চালালেও কাউকে উদ্ধার করতে পারেনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১