আপডেট : ০৯ March ২০১৮
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে শুক্রবার এ কথা জানিয়েছেন। প্রেস সচিব বলেন, ‘শুক্রবার সকালে প্রধানমন্ত্রীকে ফোন দেন ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। ফোনালাপে বিপ্লব দেব ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের উন্নয়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।’ এ সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ত্রিপুরার উন্নয়নে বাংলাদেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।’ পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রিপুরা সরকার ও জনগণকে অভিনন্দন জানান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ত্রিপুরার সরকার ও জনগণের সহযোগিতা এবং সাহায্যের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বড় জয় পায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এর মধ্যে দিয়ে ত্রিপুরায় দুই যুগের বাম শাসনের অবসান ঘটে। বিজেপি প্রতিনিধি দলের প্রধান হয়ে ২০১৬ সালে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন বিপ্লব। ৪৮ বছর বয়সী বিপ্লবের পৈতৃক ভিটা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়নের মেঘদাইর গ্রামে। মুক্তিযুদ্ধের আগে তার বাবা-মা ত্রিপুরায় চলে যান। সেখানেই বিপ্লবের জন্ম। তার কাকা প্রাণধন দেব কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১