আপডেট : ০৬ March ২০১৮
ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে বরযাত্রী বহন করা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে ছিটকে নদীতে পড়ে গেলে অন্তত ২৫ জন প্রাণ হারায়। এদের অধিকাংশই নারী ও শিশু। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ছিটকে সেতু থেকে আট মিটার নিচের শুকনো নদীতে পড়ে যায়। গুজরাটে মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। গুজরাটের পুলিশ পরিদর্শক কে জে কাদাপদা বলেন, ‘ট্রাকটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।’ উল্টো যাওয়া ট্রাকের নিচে এখনো অনেকে চাপা পড়ে আছে। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্মকর্তাদের আশঙ্কা। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। রাজ্যের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ২শ’ কিলোমিটার দূরে ভবনগরে এই দুর্ঘটনা ঘটে। সুত্রঃ এএফপি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১