বাংলাদেশের খবর

আপডেট : ০৬ March ২০১৮

আরেক হত্যা মামলায় রসু খাঁকে মৃত্যুদণ্ড

.


বিভিন্ন খুনের ঘটনায় দেশব্যাপী আলোচিত রসু খাঁসহ তিন জনকে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুরের একটি আদালত।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল মান্নান এই রায় দেন।

দণ্ডিত অন্য দুজন হলেন জহিরুল ইসলাম ও ইউনুছ। এদের মধ্যে ইউনুছ পলাতক রয়েছেন। সাজাপ্রাপ্ত সবার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়।

চাঁদপুরের অতিরিক্ত পিপি সায়েদুল ইসলাম জানান, ২০১০ সালের ফরিদগঞ্জ থানায় দায়ের করা পারভীন হত্যা মামলায় এই রায় দেওয়া হয়েছে।


তিনি বলেন, “১১টি হত্যার দায়ে অভিযুক্ত এই ব্যক্তি বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে আছেন। তার বিরুদ্ধে দায়েরকৃত নয়টি মামলার মধ্যে একটির রায় হয়েছে আজ।” 


মামলার বরাত দিয়ে পিপি সায়েদুল জানান, গার্মেন্টস কর্মী পারভীনকে প্রেমের ফাঁদে ফেলে রসু খাঁ ফরিদগঞ্জ উপজেলার খালপাড়ে নির্জন স্থান নিয়ে হত্যা করেন। 


চাঁদপুরের মদনা গ্রামের বাসিন্দা রসু খাঁ। ২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার পর তার বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ পায়। 


এর আগে খুলনার দৌলতপুরের গার্মেন্ট কর্মী সাহিদা বেগমকে ধর্ষণের পর হত্যার দায়ে রসু খাঁকে ২০১৫ সালে মৃত্যুদণ্ড দেয় আরেকটি আদালত। ওই রায়ের বিরুদ্ধে রসু খাঁ আপিল করেছেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১