আপডেট : ০৫ March ২০১৮
ডক্টর জাফর ইকবালরে উপর হামলার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কন্সটেবলকে ক্লোজ করা হয়েছে । দায়িত্ব পালনে গাফিলতি ছিলো কিনা তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসইে হামলার শিকার হন। দেহরক্ষী বেষ্টিত কম্পিউটার সায়েন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক ও লেখকের উপর শনিবার বিকেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ এ স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত উল্লখে করে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসার জন্য আরও কিছুদিন তাকে হাসপাতালে রাখা হবে। তাদের মতে, জাফর ইকবাল র্বতমানে সর্ম্পূণ সুস্থ, সচেতন এবং শঙ্কামুক্ত অবস্থায় আছনে। এখন র্পযন্ত করা পরীক্ষায় দেখা গেছে তার মানসিক অবস্থাও স্বাভাবিক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১