বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০১৮

অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত, শাবিতে বিক্ষোভ


বহিষ্কৃতদের পুলিশে দেওয়া উচিত ছিল- এমন মন্তব্য করার ঠিক পরদিনই হামলার শিকার হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। আজ শনিবার বিকালে ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে পেছন থেকে ছুরি দিয়ে জনপ্রিয় এই লেখকের মাথায় আঘাত করার খবর পাওয়া গেছে।

 

শিক্ষার্থীরা আহত অবস্থায় অধ্যাপক জাফর ইকবালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় এক হামলাকারীকেও আটক করেন তারা।

 

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়েছে।

 

নবাগত ছয় শিক্ষার্থীকে র‌্যাগিং ও মারধরের পর নগ্ন ছবি তুলে তাদেরই ফেইসবুকে পোস্ট করতে বাধ্য করার অপরাধে গত ২৮ ফেব্রুয়ারি সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্রকে আজীবন বহিষ্কারসহ পাঁচ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। আরো ১৬ জনকে বিভিন্ন মেয়াদে জরিমানা ও সতর্ক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনার প্রতিক্রিয়ায় ড. জাফর ইকবাল গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বলেন, “তাদের যে শাস্তি দেওয়া হয়েছে তা আসলে খুবই কম। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার ছিল এবং রাষ্ট্রীয় আইনে তাদের বিচার করার দরকার ছিল।” 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১