বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০১৮

প্রধানমন্ত্রীর আদরে সিক্ত সাকিবকন্যা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার ছুটির দিনের বিকালটা কাটিয়েছেন বেশ মজা করে। পুরো বিকাল তাঁর কাছে ছিল এক মিষ্টি রাজকন্যা, ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়ে আলাইনা। প্রধানমন্ত্রীর আদরমাখা সঙ্গ পেয়ে সাকিবকন্যাও ছিলো উচ্ছ্বসিত। ক্রিকেটের প্রতি অন্য রকমের ভালোবাসা শেখ হাসিনার। সেই ভালোবাসা থেকেই গতকাল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সপরিবারে গনভবনে আমন্ত্রণ জানান তিনি।

সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির তাঁর নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাইনার কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ কিছু সময় কাটাল আলাইনা। আসলেই অসাধারণ মাতৃসুলভ এবং যত্নবান একজন মানুষ তিনি।’

ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী সাকিবকন্যাকে অ্যাকুরিয়ামের পাশে নিয়ে মাছ দেখাচ্ছেন। কোলে নিয়ে গল্প আদর করছেন। ফোন দেখাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, বিভিন্ন রঙের বল দেখিয়ে আলাইনা তা চিনতে পারছে কি না, দুষ্টুমিচ্ছলে তা পরীক্ষা করছেন প্রধানমন্ত্রী। এ পরীক্ষায় শতভাগ সফল সাকিবকন্যা!


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১