বাংলাদেশের খবর

আপডেট : ২৪ February ২০১৮

শুভাগত’র অলরাউন্ড পারফর্মেন্সে শাইনপুকুরের তৃতীয় জয়


অধিনায়ক শুভাগত হোমের অল রাউন্ড নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে শাইনপুকুর ক্রিকেট ক্লাব তৃতীয় জয় নিশ্চিত করেছে। আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা ছয় উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রকে।

জয়ের জন্য কলাবাগানের ২৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে ছয় উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ৪২.৩ ওভারে পূরণ করে শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩রান সংগ্রহকারী তৌহিদুল আলম হৃদয়কে সঙ্গে নিয়ে তিনি গড়ে তুলেন ৮৪ রানের পার্টনারশীপ। শেষ পর্যন্ত ম্যাচ সেরা শুভাগত হোমকে (৩০*) সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আফিফ।

কলাবাগানের হয়ে একটি করে উইকেট নেন আবুল হোসেন, শাহাদাৎ হোসেন, সঞ্জিত সাহা ও মাহমুদুল হাসান।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে কলাবাগান। শেষ পর্যন্ত আকবর উর রহমান (৭১) ও মাহমাদুল হাসানের (৫২) পঞ্চম উইকেট জুটির ৬৪ রানের পার্টনারশিপে ভর করে ইনিংস বিপর্যয় মুক্ত হয় তারা। শেষভাগে এসে আবুল হাসানের আগ্রাসী ব্যাটিং কলবাগানকে ২০০ রানের অধিক পুঁজি এনে দেয়। আবুল ২৭ বলের মোকাবেলায় ছয়টি বাউন্ডারী ও একটি ওভার বাউন্ডারীর সহায়তায় সংগ্রহ করেন অপরাজিত ৪৭ রান। শাইনপুকুরের হয়ে ৩৪ রানের বিনিময়ে তিন উইকেট দখল করেন শুভাগত। এছাড়া ৩৫ রানের বিপরীতে ২ উইকেট সংগ্রহ করেন সুজন হাওলাদার।

অল রাউন্ড নৈপুন্যের জন্য ম্যাচ সেরা হন শুভাগত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১