আপডেট : ২৪ February ২০১৮
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের মতো মাদককে প্রতিরোধ করা হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি সামাজিক আন্দোলন গড়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আজ কুমিল্লা জেলার বরুড়া উপজেলা পরিষদের মিলনায়তনে আইনশৃংখলা কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অতীতের যে কোন সময়ের চেয়ে আইন শৃংখলা পরিস্থিতি এখন ভাল উল্লেখ করে তিনি বলেন, দেশ আজ নিরাপত্তার চাদরে আবৃত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা অনন্য সাধারণ। কারাগারে আটককৃতদের মধ্যে শতকরা ২০ জন মাদক অপরাধী। তিনি মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর জন্য সকলস্তরের জনগণের প্রতি আহবান জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন। এখন আর দশ বছর আগের বাংলাদেশ নেই। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় অর্থনৈতিক ভঙ্গুরতা দূর করে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিনত হচ্ছে। তিনি বলেন, পুলিশ বাহিনীকে ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়ন করা হয়েছে। জনবান্ধব পুলিশ সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের মতো মাদক নির্মূলে শতভাগ সফলতা আনতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১