বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০১৮

রাঙ্গামাটির ঘটনায় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি গঠন


জাতীয় মানবাধিকার কমিশন জানুয়ারিতে রাঙ্গামাটিতে শারীরিকভাবে নির্যাতিত দুই মারমা বোনের ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের টিম গঠন করেছে।

কমিশনের সদস্য ও রাঙ্গামাটি কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমার নেতৃত্বে এ কমিটির অপর দুই সদস্য হচ্ছেন সংস্থাটির অভিযোগ ও তদন্ত পরিচালক মো. শরীফ উদ্দিন ও উপ-পরিচালক গাজী সালাউদ্দিন।

রোববার মানবাধিকার কমিশনের কার্যালয়ে এর চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই কমিটি গঠন করা হয়।

কমিটিকে সরেজমিনে পরিদর্শনের ভিত্তিতে সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বৈঠকে নির্যাতিত এই দুই বোনের নাম এবং ফেসবুকসহ তাদের পিতা-মাতার ঠিকানা এবং প্রকাশিত ছবি সম্পর্কিত একটি রিপোর্ট দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের পর কমিশনের চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, কমিশন এই ঘটনায় খুবই উদ্বিগ্ন।

তিনি বলেন, ইতোমধ্যে এ ঘটনা তদন্ত করে ২৬ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দিতে রাঙ্গামাটির জেলা প্রশাসককে বলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১