আপডেট : ১৮ February ২০১৮
লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের সামরিক বাহিনী শনিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মিসুরাতা নগরীতে মহড়া করেছে। দেশটির প্রধানমন্ত্রীর গণমাধ্যম ও যোগাযোগ কর্মকর্তার অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘উপ প্রধানমন্ত্রী আহমাদ মি’এতিগ সাদাদা এলাকার আল-মোয়া সামরিক বিমান ঘাঁটিতে কৌশলগত এই প্রশিক্ষণ মহড়া প্রত্যক্ষ করেন। চিফ অব দ্য জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুলরহমান তাউইল ও বিপুল সংখ্যক সামরিক কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘মহড়াটি একটানা তিন ঘন্টার বেশি সময় ধরে চলে। এই মহড়ার লক্ষ্য ছিল স্থলবাহিনীর সক্ষমতা বাড়ানো। বিমান বাহিনীও এতে অংশ নেয়।’ সূত্রঃ সিনহুয়া
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১