আপডেট : ১৮ February ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধে এবং রাজনীতিতে মোহাম্মদ ইউসুফের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, ‘তার মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্ষিয়ান রাজনীতিবিদকে হারিয়েছেন।’ ইউসুফের পরিবার সূত্র জানায়, মোহাম্মদ ইউসুফ চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গতকাল সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৯ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। চিরকুমার ইউসুফ মৃত্যুকালে দুই ভাই, দুই বোনসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইউসুফকে গত ৯ জানুয়ারি ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রধানমন্ত্রী এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসককে ইউসুফের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১