আপডেট : ১০ February ২০১৮
ঢাকা-লন্ডন সরাসরি কার্গো ফ্লাইট শিগগিরই পুনরায় চালু হচ্ছে বলে আশা করা যাচ্ছে। ২০১৬ সালের মার্চ মাসে আরোপিত এ-সংক্রান্ত নিষেধাজ্ঞা ব্রিটেনের প্রত্যাহার করতে যাওয়ার প্রেক্ষাপটে এ আশাবাদ ব্যক্ত করা হয়।
সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন শুক্রবার সন্ধ্যায় বলেন, বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই অগ্রগতিতে আমরা সন্তুষ্ট।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।
বরিস জনসন রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য গতকাল দু’দিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক ও বাংলাদেশে ব্রিটিশ হাইকশিনার অ্যালিসন ব্লাক উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১