আপডেট : ০৫ February ২০১৮
এসএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পর এবার ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা শুরুর ঘন্টা দুয়েক আগে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে এ প্রশ্ন ফাঁস করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফাঁস হওয়া সেই প্রশ্নের সাথে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে। প্রশ্নটি হোয়াটসঅ্যাপের ‘English 1st part 2018’ নামের একটি গ্রুপে ফাঁস হওয়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে প্রশ্ন ফাঁসের বিষয়ে কোন তথ্য নেই দাবী করে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে জানান, ‘ইংরেজি প্রথম পত্র প্রশ্নও ফাঁস হয়েছে আপনার কাছ থেকেই প্রথম জানলাম। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়সহ আমরাও তদারকিতে আছি।’ এর আগে ১ ও ২ ফেব্রুয়ারি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়। সেসব ফাঁস হওয়া প্রশ্নের সাথে অনুষ্ঠিত পরীক্ষার মিল পাওয়া যায়। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা বাতিলের ঘোষণা দিয়েছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১