আপডেট : ০৩ February ২০১৮
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিচারপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, চীপ হুইপ, সুপ্রিম কোর্টের বিচারক, এটর্নি জেনারেল, সিনিয়র আইনজীবীবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার, তিন বাহিনী প্রধানগণ এবং আইজিপি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান।
মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১