বাংলাদেশের খবর

আপডেট : ০৩ February ২০১৮

লিবীয় উপকূল থেকে ৩৬২ অভিবাসী উদ্ধার


লিবিয়ার পশ্চিম উপকূলে তিন দফা পৃথক অভিযান চালিয়ে লিবীয় কোস্টগার্ড সদস্যরা ৩৬২ জন অবৈধ অভিবাসিকে উদ্ধার করেছে। শুক্রবার দেশটির নৌবাহিনীর মুখপাত্র একথা জানান।

নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম সাংবাদিকদের বলেন, পৃথকভাবে তিন দফা অভিযান চালিয়ে কোস্টগার্ড টহল দল বিভিন্ন দেশের ৩৬২ জন অবৈধ অভিবাসিকে উদ্ধার করেছে।’

কাশেম জানান, ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে আল-খোমস নগরীর উপকূলে প্রথম দফা অভিযান চালানো হয়। সেখান থেকে ৮৯ জন অভিবাসিকে উদ্ধার করা হয়েছে।

ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে আবু কাম্মাশ শহর উপকূলে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে থাকা দু’টি ভাঙ্গা নৌযান থেকে ২৫০ জন অভিবাসিকে উদ্ধার করা হয়। তাদেরকে ত্রিপোলি নৌঘাঁটিতে পাঠানো হয়েছে। পরে তাদেরকে সেখান থেকে অবৈধ অভিবাসন বিরোধী বিভাগের তাজুরা হাউজিং সেন্টারে স্থানান্তর করা হয়।

তিনি আরো জানান, আবু কাম্মাশ শহরের প্রায় ৮০ কিলোমিটার উত্তরে তৃতীয় দফা অভিযান চালানো হয়। সেখানে একটি ছোট নৌকা থেকে ২৩ জন অভিবাসিকে উদ্ধার করা হয়। এদের মধ্যে নয়জন লিবিয়ার নাগরিক।

সূত্রঃ সিনহুয়া


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১