আপডেট : ৩০ January ২০১৮
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) দেশের সবক’টি ইউনিয়ন নবম ওয়েজ বোর্ড ঘোষিত হওয়ায় সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারকে অভিনন্দন জানিয়েছে। সোমবার এক বিবৃতিতে বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং দেশের অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে প্রধানমনন্ত্রী ও সরকারের প্রতি এই অভিনন্দন জানান। বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ ১৯৭৪ সালের প্রেস এন্ড পাবলিকেশন আইন সংশোধন করে ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনারও আহ্বান জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১