আপডেট : ২৯ January ২০১৮
জেলার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের ভাউড়িরচর গ্রামের জামাল হোসেনের ছাগলের খামারে আগুন লেগে ১৪৩টি ছাগল পুড়ে মারা গেছে। রোববার রাত ২টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খামার মালিক জামাল হোসেন জানান, রাত ২টার দিকে খামারে আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশিদের চিৎকারে ছুটে যান। স্থানীয় লোকজন আধা ঘন্টার অধিক সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ছাগলগুলো পুড়ে মারা যায়। খামারে ছোটবড় দিয়ে ১৪৫টি ছাগল ছিলো। এর মধ্যে দুইটি ছাগল বেঁচে আছে। বাকি ১৪৩টি সব ছাগল পুড়ে মারা গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে খামার মালিকের দাবি। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শমসের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১