আপডেট : ২১ January ২০১৮
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের মান্দারতলা নামকস্থান থেকে পুলিশ অজ্ঞাত (৩০) এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, কালীগঞ্জ উপজেলার শেষ ও যশোর সদর উপজেলার শেষ সীমানা কালীগঞ্জ-যশোর মহাসড়কের ফুলবাড়ি মান্দারতলা নামকস্থানে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশটি ময়নাতদন্তের জন্য পুলিশ উদ্ধার করে। তিনি জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার গায়ে কোট পরিধান রয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে মাথায় ও বুকে গুলি করে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি বলে ওসি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১